✅ এই প্লাটফর্মের বেসিক রুলসগুলো জানা এবং Seller হিসাবে সেগুলো মেনে চলা আপনার জন্য আবশ্যক। তাই এই ব্যাপারে বিস্তারিত জানতে হেল্প সেন্টারের আর্টিকেলগুলো পড়ে ফেলুন।
✅ সেলার হিসাবে ম্যাক্সিমাম প্রফিট জেনারেট করতে MSB Cloud Community-তে এই লিঙ্কে ক্লিক করে জয়েন করে ফেলুন। জয়েন করলেই আপনি “Become A Rockstar Seller” নামের একটি কোর্সের অ্যাক্সেস পাবেন। সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট, স্টোর সেটআপ থেকে শুরু করে প্রোডাক্ট বা সার্ভিস সেল শুরু করা, সেল বৃদ্ধির টিপস, এইসব ছাড়াও এই প্লাটফর্মের সব নিয়ম কানুন বিস্তারিতভাবে শেয়ার করা হয়েছে। এছাড়া আপনার মত অন্যান্য সেলারদেরকেও পাবেন এমএসবি ক্লাউড কমিউনিটিতে। তাই কোন বিষয়ে জানার জন্য সেখানে পোস্ট করে অন্য সবার হেল্প নিতে পারবেন।
✅ যেকোনো প্রশ্ন, সমস্যা অথবা, কোন ব্যাপারে আমাদের টিমের সাথে সরাসরি কমিউনিকেশন করতে চাইলে ইমেইল করুন এই অ্যাড্রেসেঃ
কমিউনিটিতে জয়েন করার ক্ষেত্রে এবং সাপোর্টের জন্য ইমেইল করার সময় অবশ্যই আপনার MSB Cloud অ্যাকাউন্টের ইমেইল অ্যাড্রেস ব্যাবহার করবেন। অন্য কোন ইমেইল ব্যাবহার করে যোগাযোগ অথবা, কমিউনিটি সাইটে জয়েন করলে আমাদের কাছ থেকে কোন রেস্পন্স পাবেন না ⚠️